ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৩ আগস্ট, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আজ বেলা ১১ টা ২২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৫০৬ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮৬.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭.৮৮ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৩৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৩.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৬৭ পয়েন্টে। ডিএসইতে ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯৩ টির, কমেছে ৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টির।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৬ কোটি ৭২ লাখ ১৩ হাজার ১৮২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.