Home / বিনোদন / করোনাকালে বসে নেই সিনেমার তারকারা

করোনাকালে বসে নেই সিনেমার তারকারা

ডেইলি শেয়ার বাজার ডেস্ক: করোনাকালে খুব একটা শুটিং হয়নি সিনেমার। ভালোভাবে সিনেমার শুটিং শুরু হতে আরও মাসখানেক লাগবে। তবে করোনাকালে বসে নেই সিনেমার তারকারা। সিনেমার শুটিং না থাকলেও সরব আছেন ছোট পর্দা, ওয়েব সিরিজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নাটক, উপস্থাপনা ও বিজ্ঞাপনে।

করোনা মহামারির কারণে সিনেমা হল বন্ধ, অনুমতি মিললেও খুব একটা শুরু হয়নি শুটিং। দু–একজন সিনেমার শুটিংয়ের ঘোষণা দিলেও এখনো বোঝা যাচ্ছে না ঠিক কবে সবকিছু স্বাভাবিক হবে। তাই সময়টাকে কাজে লাগাতেই সিনেমার বাইরের কাজগুলোতে মনোযোগ দিচ্ছেন চিত্রতারকারা।

ব্যস্ততম খলনায়ক মিশা সওদাগরের সাতটি ছবির কাজ আটকে আছে। শুটিং কবে শুরু হবে, তা এখনো ঠিক হয়নি। এই ফাঁকে নাটক ও ওয়েব সিরিজে কাজ শুরু করেছেন ঢালিউডের এই অভিনেতা। তিনি জানান, বিনোদন এখন আর প্রেক্ষাগৃহে সীমাবদ্ধ নেই। বড় বড় তারকা এখন ওয়েব সিরিজে কাজ করছেন। তিনি বলেন, ‘সিনেমা হলের বিনোদন এখন ইউটিউব, ওটিটি প্ল্যাটফর্মে ছড়িয়ে গেছে। যেহেতু আমি একজন অভিনেতা, তাই সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে সিনেমার বাইরের যেকোনো মাধ্যমেই কাজ করব।’

বিদ্যা সিনহা মিম গত রোজার ঈদে কানেকশন নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন। নিজের ইউটিউব চ্যানেলের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। এ ছাড়া ফ্যাশন হাউসের শুটিং ও ফেসবুকে প্রচারের জন্য বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনেও কাজ করছেন তিনি। এই অভিনেত্রী বলেন, ‘সিনেমার শুটিং বন্ধ। করোনার মধ্যে নিজেকে নিরাপদে রেখে বিভিন্ন কাজের সঙ্গে থেকে সময়টাকে কাজে লাগাচ্ছি।’

করোনার কারণে ছয়টি সিনেমার শুটিং আটকে আছে সিয়াম আহমেদের। এসব সিনেমার শুটিংয়ের শিডিউল চূড়ান্ত হয়নি এখনো। প্রায় চার মাস ঘরে বসা। এর মধ্যে বিজ্ঞাপনের কাজ হাতে নিয়েছেন তিনি। হাতে আছে দুটি ওয়েব সিরিজের চিত্রনাট্যও। সিয়াম বলেন, ‘ছোট পর্দার কাজ নিয়মিতই শুরু হয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক অনেকটাই কেটে গেছে। নিরাপত্তাসহকারে বিজ্ঞাপনের কাজ করতে যাচ্ছি। তা ছাড়া এভাবে মাসের পর মাস বসে থাকা যাবে না।’

সিনেমার শুটিং বন্ধের মধ্যে বসে নেই আরেক চলচ্চিত্র অভিনেতা তাসকিন রহমান। ঈদুল আজহাতে কাজ করলেন এন্ড্রু নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এর মধ্যে শুটিং শেষ করেছেন ১৫ আগস্ট ১৯৭৫–এর। তিনি বলেন, ‘করোনার কারণে আমার হাতে থাকা সাতটি সিনেমার শুটিং বন্ধ। আমি অস্ট্রেলিয়া থেকে এখানে এসেছি শুধু সিনেমায় কাজ করার জন্য। এর বাইরে আমার কোনো আয় নেই। যেহেতু সিনেমা বন্ধ, বিকল্প কিছু করতে হবে। তবে পছন্দের কাজগুলোই করছি।’

হাতে থাকা চারটি সিনেমার শুটিং আপাতত বন্ধ নুসরাত ফারিয়ার। তবে ছোট পর্দার জন্য উপস্থাপনা থেমে নেই। ঈদুল আজহায় বিটিভির আনন্দমেলা অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন এই অভিনেত্রী। এরপর থেকে বেশ কয়েকটি চ্যানেলের জন্য উপস্থাপনা করতে দেখা গেছে তাঁকে। নুসরাত ফারিয়া বলেন, ‘আমি মূলত একজন উপস্থাপকই। তবে সিনেমাতে যাওয়ার পর শুটিংয়ের ফাঁকে ফাঁকে কাজটি করি। এখন যেহেতু শুটিং নেই, তাই টানা কাজ করছি। আর কত বসে থাকব। নিজেকে নিরাপদে রেখে কাজ করছি। সামনে বিজ্ঞাপনেরও শুটিং আছে।’
এ ছাড়া নিরব ও ইমন আছেন উপস্থাপনায়। মাহিয়া মাহি কাজ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে, পাশাপাশি হাতে আছে ওয়েব সিরিজ। শরিফুল রাজও ওয়েব সিরিজে কাজ করছেন। তবে দু–একজন পরিচালক শুটিং শুরু করার ঘোষণা দিয়েছেন। এফডিসিও সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রি

Check Also

বাবাকে ফিরে পেতে দাদার কাছে শিশুর আবদার!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নাবিলার স্বামী মামুনকে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনারা অফিস থেকে ধরে নিয়ে মেরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *