Home / আইপিও / দীর্ঘদিন পর ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও জটিলতা কাটল

দীর্ঘদিন পর ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও জটিলতা কাটল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়ার দীর্ঘদিন পার হলেও কনসেন্ট লেটার পায়নি বীমা খাতের ইউনিউয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। যে কারণে কোম্পানিটি এতোদিন আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করতে পারেনি। অবশেষে আজ ১৭ নভেম্বর সব জটিলতা কাটিয়ে কোম্পানিটি তাদের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করেছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে এ কোম্পানির আইপিও আবেদন শুরু হবে। বিনিয়োগকারীরা ২২ ডিসেম্বর পর্যন্ত আইপিও আবেদন করতে পারবেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৩ জুন বিএসইসির ৭৭৯তম কমিশন সভায় ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন দেওয়া হয়। অনুমোদন পাওয়ার ৫ মাসের মাথায় এ কোম্পানির আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৯ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪০ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিও’র মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা মূল্যে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৯০৪টি শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ মেয়াদি আমানত (Fixed Deposit), পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ৯৩ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ২ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়নসহ)।

ব্যাংকটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

Check Also

ওয়েব কোটসের লেনদেন আজ শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের অধীনে ওয়েব কোটস পিএলসি আজ ১১ মার্চ, ২০২৪ তারিখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *