ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড থেকে বাংলায়- রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র মাস। এই সময় তারকারাও সাধারণের মতোই ধর্মপালনের চেষ্টা করেন। বলিউডের তিন খান সহ একাধিক তারকারাও। একই ভাবে রমজান পালন করছেন জনপ্রিয় অভিনেত্রী পরী মণিও। মঙ্গলবার সন্ধ্যায় একটি ভিডিও শেয়ার করেন তিনি।
সেখানে দেখা যাচ্ছে, সন্তানসহ পরিবারের সকলের সঙ্গে ইফতার পার্টিতে মেতেছেন এই নায়িকা। এ দিন পরী তাঁর পরিবার এবং আমন্ত্রিতদের পাতে সাজিয়ে দিয়েছিলেন রকমারি ফল, সরবত, আস্ত খাসির বিরিয়ানি, ডিম, মাংসের হালিম এবং আরও অনেক পদের বাহারি খাবার। টেবিলের উপরে সাজানো রাশি রাশি খাবার। সকলকে নিজ হাতে খাবার পরিবেশন করছেন তিনি।
পরী কি বাকিদের মতোই রোজা রাখছেন? প্রশ্ন ছিল সাংবাদিকদের। জবাব দিয়েছেন পরী মণির একান্ত সহায়ক। তিনি বলেছেন, তার ছেলে পদ্ম এখনও স্তন্যপান করে। তাই রোজ উপোস করা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে তিনি নিখুঁতভাবে সব নিয়ম পালন করবেন বলে জানিয়েছেন। অভিনয়ের পাশাপাশি অন্তঃসত্ত্বা এবং নতুন মায়েদের জন্য নিজস্ব বস্ত্রবিপণি খুলেছেন অভিনেত্রী পরিমণি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.