ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাঁশির সুরে মন মাতাল হয় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বাঁশির স্নিগ্ধ সুরে মেতে উঠতে ভালবাসেন প্রায় সকলেই। বাঁশি দেশি হোক বা বিদেশি বাঁশি তৈরির প্রধান উপাদান সাধারণত বাঁশই হয়ে থাকে। কিন্তু সবজি দিয়েও যে বাঁশি তৈরি করা যায় জানেন?
অবাক হচ্ছেন? ঘটনা কিন্তু সত্যি। গাজর দিয়ে বাঁশি তৈরি করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন এক তরুণ। ইথান টায়লার স্মিথ নামে এক নেটপ্রভাবী গাজর দিয়ে তৈরি করেছেন বাঁশি। শুধু বাঁশি তৈরিই করেননি, তা বাজিয়ে দেখিয়েছেন। বাঁশের তৈরি বাঁশির মতোই মিষ্টি সুর শোনা গেছে তাতে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বাঁশি তৈরির ভিডিও। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা গেছে প্রথমে গাজর ধুয়ে, খোসা ছাড়িয়ে নেন তিনি। এরপর ড্রিল মেশিনের সাহায্যে গাজরের ভেতর থেকে এক তৃতীয়াংশ শাঁস কুরিয়ে বার করে নিন। এতে এটি দেখতে অনেকটা ফাঁপা নলের মতো হয়। বাতাস চলাচলের জন্য বাঁশির গায়ে যেমন ছিদ্র থাকে, ছুরির সাহায্য তেমন কয়েকটি ছিদ্র তৈরি করে নেন তিনি। এরপর নিজে বাজিয়ে দেখান বাঁশি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.