Home / ভিন্নস্বাদের খবর / গাছ দিয়ে ঘর সাজানোর কিছু উপায়

গাছ দিয়ে ঘর সাজানোর কিছু উপায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঘরের ভেতর কিছু গাছ রাখলে ঘরের আবহাওয়া ভালো থাকে। বিশেষত বর্ষায় গাছ লাগালে ঘরের ভেতর বাতাসের আর্দ্রতার পরিমাণ কমে যায়। কিন্তু কেমন করে গাছ দিয়ে ঘর সাজাবেন তা গাছ কেনার আগে বুঝতে হবে গাছটি আপনার ঘরের ভেতর রাখার উপযোগী কি না। এছাড়াও যত্নের বিষয়টিও এড়িয়ে যাওয়ার অবকাশ নেই। এ বিষয়ে গাছ প্রেমিদের জন্য আজ রইলো গাছ দিয়ে ঘর সাজানোর কিছু উপায়।

* বিভিন্ন গাছের জন্য বিভিন্ন আকৃতি ও সাইজের মাটির টব ব্যবহার করতে হবে।
* ডেকোরেশন ব্যবহারের ক্ষেত্রে কৃত্রিম দেখায় এমন কিছু পরিহার করুন।
* ঘরের ভেতরে থাকা গাছ ভাল রাখার জন্য সপ্তাহে অন্তত এক দিন রোদে দিতে হবে।    কিন্তু ভুলেও কড়া রোদে রাখবেন না।
* গাছে পানি দেওয়ার সময় যথাসম্ভব সতর্কতা অবলম্বন করুন।
* ইনডোর প্লান্টসের মাটি শুকিয়ে আসার পরই গাছে পানি দিন।
* রোদে রাখা অবস্থায় গাছে ভুলেও পানি দেবেন না।
* ঘর শীতাতপ নিয়ন্ত্রিত হলে ঘরে ড্রেসিনা, মানিপ্ল্যান্ট, গাম গাছ ছাড়া অন্য কোনো ধরনের গাছ না রাখাই ভালো।

উল্লেখ্য, বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই টবে যেন পানি জমে না থাকে সে দিকে অবশ্যই সতর্ক নজর রাখতে হবে। সেই সাথে খেয়াল রাখতে হবে গাছে যেনো ধুলো না জমতে পারে। ধুলো জমলে ব্রাশ কিংবা তুলি দিয়ে পরিষ্কার রাখতে হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

Check Also

মজাদার সেমাই রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ ০৬ এপ্রিল, ২০২৪ তারিখ ২৬ রমজান। আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *