Home / ভিন্নস্বাদের খবর / বর্ষাকালে ত্বকের সঠিক যত্ন

বর্ষাকালে ত্বকের সঠিক যত্ন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্ষাকালে ত্বকের ঠিকঠাক যত্ন না নিলে ত্বক রুক্ষ, প্রাণহীন হয়ে পড়ে। ত্বকে ব্রণ ও অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে। যাদের তৈলাক্ত ত্বক, তাদের সমস্যা আরও বেশি। ত্বক বিশেষজ্ঞদের মতে, শুধু বর্ষায় নয়, সারা বছরই ত্বকের যত্ন নেয়া প্রয়োজন।

বর্ষায় ত্বক আর্দ্র রাখার জন্য চাই আলাদা সতর্কতা। তাই রাতে ত্বকের যত্নে বাড়তি মনোযোগ দিতে হবে। জেনে নেয়া যাক বর্ষার রাতে ত্বকের যত্ন যেভাবে নেবেন।

ত্বকের যত্নে দুধের মতো উপকরণ খুব কম আছে। রাতে ঘুমাতে যাওয়ার আগে কাঁচা দুধ দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। ত্বক নরম হবে এবং ত্বকের সব ময়লাও এতে ওঠে যাবে।

যদিও বাতাসে বেশি আদ্রতা, তারপরেও বর্ষাতে মাঝেমাঝে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে মৃত কোষ তুলে ফেলা প্রয়োজন। তাই মাঝেমধ্যেই নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে ত্বকে মালিশ করতে পারেন। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুদিন এই অভ্যাস করলে উপকার পাবেন।

সপ্তাহে একবার বাড়িতে কোনো ফেস মাস্ক বানিয়ে নিতে পারেন। কলা চটকে তাতে মধু আর দই মিশিয়ে মাস্ক বানিয়ে ফেলতে পারেন। রাতে শোয়ার আগে সেই মাস্ক মুখে মেখে মিনিট দশেক রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক নরম ও মসৃণ লাগছে।

প্রতি রাতে বেশ ঘন কোনো ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। ক্রিম দিয়ে ত্বক মালিশ করতে পারেন। এতে ত্বক শুধু নরমই হবে না, আর্দ্রও থাকবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

Check Also

মজাদার সেমাই রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ ০৬ এপ্রিল, ২০২৪ তারিখ ২৬ রমজান। আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *