Home / ভিন্নস্বাদের খবর / মজাদার সেমাই রেসিপি

মজাদার সেমাই রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ ০৬ এপ্রিল, ২০২৪ তারিখ ২৬ রমজান। আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। ঈদের আমেজ যেন ঘরে ঘরে। আর পবিত্র ঈদুল ফিতরে নামাজে যাওয়ার আগেই ঘরের গৃহিণীরা তৈরি করে থাকেন সেমাই। তবে সেমাই মজা না হলে মনটাই যেন খারাপ হয়ে যায়। তাই মজাদার সেমাই রান্নার জন্য রইল রেসিপি।

উপকরণ হিসেবে যা যা লাগবে- 

* দুধ এক লিটার
* চিনি এক কাপ
* সেমাই এক কাপ
* ঘি এক টেবিল চামচ
* বাদামকুচি এক টেবিল চামচ
* কিশমিশ এক টেবিল চামচ
* এলাচ দুইটি
* দারুচিনি দুই টুকরা।

তৈরির প্রণালি- একটি পাত্রে ঘি দিয়ে অল্প আঁচে সেমাই হালকা ভেজে নিন। তারপর আরেকটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করুন। দুধে চিনি মেশান। তারপর সেমাই দিন। এবার একে একে এলাচ, দারুচিনি, বাদামকুচি ও কিশমিশ দিয়ে দিন। সবশেষে নিজের মত করে পরিবেশন করুন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

Check Also

গরমে তরমুজ খেলে কী উপকার পাবেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গরম পড়লেই অনেকের খাওয়াদাওয়ার ইচ্ছা কমতে শুরু করে। এই সময় ফল আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *