Home / কোম্পানি সংবাদ / সিলেট হাইটেক পার্কে ভূমি অধিগ্রহণ করবে এডিএন টেলিকম

সিলেট হাইটেক পার্কে ভূমি অধিগ্রহণ করবে এডিএন টেলিকম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আন্তর্জাতিক মানের উৎপাদন কেন্দ্র গড়ে তুলেতে ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড। সিলেটের বঙ্গবন্ধু হাই-টেক পার্কে ১.৭৫৩ একর বা ৭ হাজার ৯৫ বর্গমিটারের এই ভূমি লিজ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৪০ বছরের জন্য লিজের মাধ্যমে এডিএন টেলিকমকে এই ভূমি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএসটিপিএ)। যার প্রতি স্কয়ার মিটার যায়গার জন্য বছরে ১.৫০ মার্কিন ডলার ভাড়া হিসেবে দিতে হবে কোম্পানিটিকে।

অর্থাৎ অধিগ্রহণকৃত এ ভূমির ভাড়া হিসেবে প্রতি বছর ১০ হাজার ৬৪২ দশমিক ৫০ মার্কিন ডলার বা প্রায় ১১ লাখ ৭০ হাজার ৬৭৫ টাকা (ডলারের প্রতি ১১০ টাকা করে ধরে) হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে দিতে হবে।

তবে এ ভাড়ার পরিমাণ অপরিবর্তিত থাকবে প্রথম ১০ বছর। এর পর থেকে প্রতি ৩ বছর পর পর এ ভাড়ার পরিমাণ সর্বোচ্চ ১০ শতাংশ হারে বৃদ্ধি পাবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

Check Also

বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১২-১৬ মে, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *