Home / স্বাস্থ্য বার্তা / ঘন ঘন মাথা ন্যাড়া করলে যা হয়

ঘন ঘন মাথা ন্যাড়া করলে যা হয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শিশুর মাথা ন্যাড়া করে দিলে ভালোমতো চুল গজায় এই ধারণায় অনেকের আস্থা দেখা যায়। কেউ কেউ তো বলেন ১৮ মাসেই মাথাটা কামিয়ে দিলে ভালো। আবার বার বার মাথা ন্যাড়া করাও নাকি ভালো, এতে চুল ঘণ ও কালো হয়। অন্তত বিজ্ঞানীরা একথার সঙ্গে একমত না। জন্মের পরপর শিশুর মাথায় যে চুল থাকে তা অপরিণত।সাধারণত নবজাতক শিশুর চুল পাতলা ও নরম হয়। কদিন যেতেই এই চুল ঝরে নতুন চুল গজায়।

মাথার ওপরের অংশে যতটুকু চুল আছে শুধুমাত্র ততটুকুই কামিয়ে ফেলছেন। এতে হেয়ার ফলিকলের উন্নতি অবনতির কোনো সম্পর্কই নেই। তাছাড়াও চুলের স্বাস্থ্য ও প্রকারভেদ বংশগতি বা জিন দ্বারা নিয়ন্ত্রিত। বাচ্চাকে বহুবার ন্যাড়া করেও ঘন চুলের বিশ্বাসটি একেবারেই ভ্রান্ত ধারণা। এমনও দেখা গেছে অতিরিক্ত চুল কাটতে গিয়ে শিশুর মাথায় ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। এতে খুশকি ও ফোঁড়ার মতো সমস্যা হতে পারে।

মাথা কামালেই আপনার শিশুর চুল ঘন স্বাস্থ্যোজ্জ্বল হবে এই ভাবনা থেকে বের হয়ে আসুন। তবে নিজের বিশ্বাসের জায়গা পূরণ করতে গিয়ে শিশুর মাথা কামিয়ে দিতেই পারেন। কিন্তু ঘন ঘন মাথা ন্যাড়া না করাই ভালো।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

Check Also

স্বাস্থ্যসেবায় পাঁচ বছরে ব্যয় বেড়েছে ৩ গুণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের স্বাস্থ্যসেবায় ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে মাথাপিছু ব্যয় ৩ গুণ বেড়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *